বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র, বরিশাল ২০১১ সালে স্থাপিত । এটি বরিশাল জেলা শহর হতে ১২ কিমি দূরে বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত। উপকেন্দ্রটি আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা কেন্দ্র এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সাথে একই চত্ত্বরে অবস্থিত । উপকেন্দ্রটি ০৮ একর জায়গা জুড়ে অফিস, মাঠ, আবাসিক এলাকা নিয়ে গড়ে উঠেছে
কার্যক্রম
এই আঞ্চলিক কার্যালয়টির প্রধান কাজ হলো জোয়ার ভাটা অঞ্চল উপযোগী বিভিন্ন ফসলের জাত ও নতুনপ্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে বিনা প্রধান কার্যালয় কর্তৃক প্রদত্ত পরীক্ষণ সম্পাদনা করা।
বরিশাল অঞ্চলের আবহাওয়া ও মাটির গুনাগুণের উপর ভিত্তি করে বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের শারীরবৃত্তীয় উপযোগিতা যাচাইয়ের জন্য পরীক্ষণ স্থাপন করা।
প্রতিকূলপরিবেশউপযোগী(জলমগ্নতা,লবণাক্ততা এবং সেচ পানির সীমাবদ্ধতা),স্বল্প মেয়াদি, স্বল্প উপকরণ নির্ভর ফসলেরনতুনজাতওপ্রযুক্তি মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণ করা।
বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও নতুন প্রযুক্তি সম্প্রসারণে মাঠ পর্যায়েরবিভিন্ন সমস্যা নিরুপন এবং বিনা প্রধান কার্যালয়ের সাথে আলচনা সাপেক্ষে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
অঞ্চল ভিত্তিক আধুনিক শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত জাতের চাষ বৃদ্ধি করে কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকালবিশিষ্ট শস্য বাছাই এর মাধ্যমে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা।
বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগ ও পোকামাকড় দমনের কার্যকরি ব্যবস্থাগ্রহনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান, লিফলেট ও বুকলেট বিতরণ করা।
মানঘোষিত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।
বিনাউদ্ভাবিতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ ও জনপ্রিয় করার লক্ষ্যেপ্রদর্শনী স্থাপন এবং মাঠদিবসআয়োজন করা।
প্রযুক্তি হস্তান্তরও সম্প্রসারণেরে লক্ষ্যে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান,ডিএই, বীজ প্রত্যয়ন এজেন্সি, বিএডিসিএবং এনজিওকর্মকর্তা,কর্মচারী ও কৃষকদেরপ্রশিক্ষণদেয়া ও কর্মশালারআয়োজনকরা।
স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন এবং ই-তথ্য সেবা প্রদান করা।
প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কার্যাবলিসম্পাদনকরা।
কৃষি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও মেলায় অংশ গ্রহণ করা।
জনবল
১
ড.মোঃবাবুল আকতার
এসএসওএবং
ভারপ্রাপ্তকর্মকতা
01712770219
babul.akter@bina.gov.bd and riponkachua@gmail.com
২
নাজমুন নাহার
এসও
01752932548
nazmun.n@bina.gov.bd & nahar.agril@gmail.com
৩
মোঃ সোহেল রানা
এসও
01723005768
sohel.r@bina.gov.bd & sohelbauag@gmail.com
৪
কাজী এনায়েত হোসেন
এএসও
01714807732
kazienayet70@gmail.com
৫
নির্মলকুমার দে
এসএ-১
01715814563
nirmalkumardey1969@gmail.com
৬
মোঃ ইউনুছ আলী
এসএ-২
01738885643
ম্যাপ
Share with :
মহাপরিচালক
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর নবনিযুক্ত মহাপরিচালক আন্তর্জাতিক খ্যাতিস...