বিভাগের পরিচিতি | পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ফসলের জাত উদ্ভাবনে উদ্ভিদ প্রজনন বিভাগ মূল ভূমিকা পালন করে। বিনা প্রতিষ্ঠার পর হতে এ বিভাগ অদ্যাবধি ধান, পাট, গম, তেল ও ডাল জাতীয় ফসলসহ মোট ১৪ টি ফসলের ৯০ টি জাত উদ্ভাবন করেছে। এ বিভাগ হতে উদ্ভাবিত উচ্চফলনশীল লবণাক্ততা, জলমগ্নতা, খরা সহিঞ্চু জাত সমূহ প্রতিকূল পরিবেশে ভাল ফলন দিয়ে দেশের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। হাওড়, জোয়ার ভাটা কবলিত, বরেন্দ্র এবং পাহাড়ি এলাকার জন্য জাত উদ্ভাবন ছাড়াও রোগ বালাই প্রতিরোধী নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ জাত উদ্ভাবনের কার্যক্রম চলমান আছে। |
জনবল
পদবী | সংখ্যা |
মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা | ৩ |
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা | ২ |
উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা | ৩ |
বৈজ্ঞানিক কর্মকর্তা | ৬ |